Tips and advice for getting the most out of your cordless phones,Mobile Flash File cell phone, GPS system, and any Tricks

Total Pageviews

Tuesday, 15 May 2018

আপনার স্মার্টফোন কী গরম হয়ে যায়






আপনার স্মার্টফোনটি কী খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়? নানা প্রচেষ্টার পরও কোনোভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না? তাহলে এই খবরটি পড়ুন। সমস্যা থেকে নিশ্চিত মুক্তি পাবেন। তবে, আপনার স্মার্টফোনটি গরম হয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকলেও, কীভাবে তা থেকে ফোনটিকে বাঁচাবেন?

১) ব্যাটারি চার্জ দেওয়ার সময় ফোনের ব্যবহার একদম বন্ধ করে দিন। কোনো ধরনের ভিডিও বা গেম খোলবেন না। এভাবেই আপনার স্মার্টফোনটি গরম হওয়া থেকে আটকাতে পারেন।

২) ফোনে নেটওয়ার্ক ভালো না থাকলে সহজেই ফোনটি গরম হয়ে ওঠে। কারণ, আপনার ফোনটি প্রতি মুহূর্তে ভালো নেটওয়ার্কের খোঁজে থাকে। তাই চেষ্টা করুন যাতে আপনি প্রতি সময় ভালো নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকতে পারেন। যদিও, কোনোভাবে তা না করতে পারেন তাহলে ফোনটি গরম হয়ে উঠলে সেটিকে ফ্লাইট মোডে দিয়ে দিন। অল্প সময়ের মধ্যেই তা ঠান্ডা হয়ে যাবে।

৩) আপনার স্মার্টফোনটি থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে সরিয়ে দিন। আরও সহজ কথায় ডিলিট করে দিন। এর ফলে ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিডি অনেকটাই কমে যাবে। আর তাতেই ঠান্ডা থাকবে ফোনটি।

0 comments:

Post a Comment